আসসালামুআলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন |
আমাদের আজকের টপিক হচ্ছে সিমের নাম্বার পরিবর্তন না করে যে কোন অপারেটরের সকল সুভিধা ভোগ করবেন কিভাবে |
১.প্রথমে আমরা কথা বলবো জিপি নিয়ে:
অন্য অপারেটর থেকে জিপিতে আসলে সুভিধা ও অফার - এমএনপি সার্ভিসের মাধ্যমে জিপি প্রিপেইড প্যাকেজে মাইগ্রেট করলে প্রতিবার 34 টাকা রিচার্জে 24 ঘন্টা মেয়াদে 1 সেকেন্ড 1 পয়সা রেটে দেশের যে কোন নাম্বারে কথা বলতে পারবেন, যার মেয়াদ থাকবে 30 দিন
আমাদের আজকের টপিক হচ্ছে সিমের নাম্বার পরিবর্তন না করে যে কোন অপারেটরের সকল সুভিধা ভোগ করবেন কিভাবে |
১.প্রথমে আমরা কথা বলবো জিপি নিয়ে:
অন্য অপারেটর থেকে জিপিতে আসলে সুভিধা ও অফার - এমএনপি সার্ভিসের মাধ্যমে জিপি প্রিপেইড প্যাকেজে মাইগ্রেট করলে প্রতিবার 34 টাকা রিচার্জে 24 ঘন্টা মেয়াদে 1 সেকেন্ড 1 পয়সা রেটে দেশের যে কোন নাম্বারে কথা বলতে পারবেন, যার মেয়াদ থাকবে 30 দিন
সাথে তিনটি এসএমএস যার মেয়াদ 15 দিন এবং 1 জিবি ইন্টারনেট যার মেয়াদ 7 দিন |
আরও 9 টাকা রিচার্জে 1জিবি ইন্টারনেট মেয়াদ 7 দিন সর্বোচ্চ (৯ বার প্রতি মাসে একবার করে নিতে পারবেন |
350 Minutes (GP-Any local operator) at Tk 199, Validity 30 Days
সার্ভিসটি পেতে যেকোন বায়োমেট্রিক রিটেইল পয়েন্ট অথবা রবি সেবাকেন্দ্র থেকে MNP সার্ভিস নিতে পারবেন।
MNP -সার্ভিস এর মাধ্যমে জিপি তে মাইগ্রেট করলে আপনি নিশ্চিন্ত প্যাকেজ এ অটোমেটিকেলি চলে আসবেন যার কল রেট 1 টাকা 61 পয়সা মিনিট ।
-----------------------------------------------------------------------------------------------------
২.অন্য অপারেটর থেকে বাংলালিংক এ আসলে সুভিধা ও অফার- MNP করে বাংলালিংক-এ আসার পর যেকোন পরিমান রিচার্জে উপভোগ করতে পারবেন 1 জিবি ইন্টারনেট, মেয়াদ 15 দিন।
ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল করুন *124*5#। স্পেশাল কল রেট যেকোন লোকাল অপারেটরে ০.৫৪ টাকা/মিনিট 24 ঘন্টা, মেয়াদ 90 দিন।
সার্ভিসটি পেতে যেকোন বায়োমেট্রিক রিটেইল পয়েন্ট অথবা রবি সেবাকেন্দ্র থেকে MNP সার্ভিস নিতে পারবেন।
আর ইত্যাদি ।
-----------------------------------------------------------------------------------------
৩.অন্য অপারেটর থেকে রবিতে আসলে সুভিধা ও অফার -
সার্ভিসটি পেতে যেকোন বায়োমেট্রিক রিটেইল পয়েন্ট অথবা রবি সেবাকেন্দ্র থেকে MNP সার্ভিস নিতে পারবেন।
এছাড়া, সেবাটি গ্রহণ করার জন্য NID Card / NID related correct Information প্রয়োজন হবে।
অন্য অপারেটর থেকে রবি তে যোগ দিতে ১৪৯ টাকা চার্জ প্রযোজ্য হবে [ট্যাক্স, রিপ্লেসমেন্ট চার্জ এবং MNP সার্ভিস চার্জ সহ]।
আপনি ১ কার্যদিবস [সর্বোচ্চ ৭২ ঘন্টা] এর মধ্যে রবি নেটওয়ার্কের সাথে যুক্ত হতে পারবেন।
এখন যে কোন অপারেটর থেকে দেশের সেরা নেটওয়ার্ক রবি তে এসেই পাচ্ছেন চমৎকার একটি প্যাকেজ এবং দারুন সব সার্ভিস।
রবি নেটওয়ার্কে সংযুক্ত হবার সাথে সাথেই পাচ্ছেন মূল ব্যালেন্সে ৫০ টাকা যার মেয়াদ থাকছে ৬০ দিন, ১০০ মিনিট টকটাইম যার মেয়াদ থাকছে ৩০ দিন।
ডাটা অফারে পাচ্ছেন ২ জিবি ইন্টারনেট যার মেয়াদ সাত দিন এবং আরও ২ জিবি ডাটা যার মেয়াদ থাকছে ৩০ দিন।
তাছাড়াও আপনি রবি নেটওয়ার্কের সাথে যুক্ত হলে থাকছে আরোও আকর্ষনীয় সব অফার।
যার মধ্যে থাকছে যে কোন মিনিট বান্ডেল প্যাকেজ ক্রয়ের সাথে ছয় মাস পর্যন্ত মেয়াদ, ২২৮ টাকা এবং ১০১ টাকা’র প্যাকেজ ক্রয়ে ডাবল ডাটা বোনাস। আপনি যদি একই ডাটা প্যাকেজ ক্রয় করেন তবে পাচ্ছেন সাথে ১ জিবি ডাটা বোনাস।
আর ইত্যাদি ।
-----------------------------------------------------------------------------------------
৪.অন্য অপারেটর থেকে এয়ারটেল এ আসলে সুভিধা ও অফার-
এয়ারটেলে আসার জন্য আপনাকে সর্বমোট ১৪৯ টাকা (Tax, MNP চার্জ & SIM চার্জ সহ) চার্জ করা হবে। শুধু তাই নয়, সাথে পাচ্ছেন দারুন ইন্টারনেট অফার এবং জোস কলরেট।
এয়ারটেলে আসার পর আপনার মেইন ব্যালেন্সে ৮০ টাকা থাকবে। সাথে থাকছে, সকল অপারেটরে .9পয়সা/সেকেন্ড (কল-রেটে 15% VAT + 5% SD + 1% SC প্রযোজ্য) কল-রেট। কল-রেটের মেয়াদ থাকবে ৯০ দিন।
আরও পাবেন, ৩০ দিনের জন্য ৪জিবি 4G/3G/2G ডাটা।
এয়ারটেল কেয়ার/রবি সেবা কেন্দ্রের অ্যাড্রেস জানতে ডায়াল করুন *121*6#।
আপনার মোবাইল ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *1# । ইন্টারনেট ব্যালেন্স চেক করতে অনুগ্রহ করে ডায়াল করুন *3#।
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ওয়েবসাইট সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী পোস্টগুলো আপনি সবার আগে পেয়ে যেতে পারেন
সাবস্ক্রাইব করতে স্কিনশট গুলো ফলো করুন
সাবস্ক্রাইব করতে স্কিনশট গুলো ফলো করুন
1 comments:
Click here for commentsbala akta post disen
ConversionConversion EmoticonEmoticon