আমাদের প্রতিদিনের লাইফে আমরা কমবেশি সবাই ইন্টারনেট ইউজ করে থাকি।

কিন্তু যখন ডাটা শেষ হয়ে যায় তখন মোবাইলের ব্যালেন্স থেকে টাকা কাটা শুরু করে। কারণ ডাটা শেষ হয়ে গেলেও ইন্টারনেট খোলা থাকে। ঐ সময় ব্যালেন্সের টাকা দিয়ে ইন্টারনেট চলে। যার কারণে আমরা বুঝতে পারিনা কখন ব্যালেন্স কেটে নিচ্ছে।
এই সমস্যাটা আমাদের সাথে অনেক সময় ঘটে থাকে।
কেমন হবে যদি আপনার ফোনের এমবি শেষ হওয়ার পর অটোমেটিক ডাটা সেটিং অফ হয়ে যায় । আর ইন্টারনেট বন্ধ হয়ে গেলে ব্যালেন্সও কাটবে না।
চলুন দেখা যাক কিভাবে কি করতে হবে ?
নিচের Screenshot অনুসরণ করুন। আর আপনিও ব্যালেন্সের টাকা বাঁচান।
১ এমবির একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটির নাম 3G Watchdog.
অ্যাপ্লিকেশনটি খুঁজতে প্রবলেম হলে এইখানে দেয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন-Download

দ্বিতীয় ধাপ

এখন নিজের ইচ্ছামতো প্ল্যান বানিয়ে নিন।

এখন নিচের মতো সিলেক্ট করুন। 75% রাখবেন, আর Vibrate মার্ক করে রাখবেন।
এর ফলে প্ল্যানে যে লিমিট করছিলেন তার ৭৫% শেষ হলে Vibrate করে জানিয়ে দিবে।
এর ফলে প্ল্যানে যে লিমিট করছিলেন তার ৭৫% শেষ হলে Vibrate করে জানিয়ে দিবে।

Auto-disable Mobile data মার্ক করে দিন।
এর ফলে প্ল্যান লিমিটের ৯৯% অর্থাৎ আর ১% বাকি থাকাকালে স্বংয়ক্রিয়ভাবে ডাটা বন্ধ হয়ে যাবে।
এর ফলে প্ল্যান লিমিটের ৯৯% অর্থাৎ আর ১% বাকি থাকাকালে স্বংয়ক্রিয়ভাবে ডাটা বন্ধ হয়ে যাবে।

সবকিছু ঠিকঠাকমতো করে Ok করে দিন।

এবার দেখুন স্ট্যাটাস বারে প্ল্যান লিমিট দেখাচ্ছে। এর বাম পাশে 3G আইকনটা সবুজ আছে। যখন ডাটা শেষ হওয়ার পর্যায়ে যাবে তখন লাল হবে।

এবার অ্যাপে দেখুন, মোবাইলে ইন্টারনেট ব্যবহারের সকল তথ্য দেখাচ্ছে।

1 comments:
Click here for commentshi
ConversionConversion EmoticonEmoticon