বন্দুরা সবাই কেমন আছেন আজকে আমরা কথা বলব swami poco f1 নিয়ে
কী নিয়ে আসছে swami poco f1এ ? চলুন জেনে নেয়া যাক।

শাওমির পোকো এফ১ দিচ্ছে ছাগলের দামে হাতি কী নিয়ে আসছে swami poco f1এ ? চলুন জেনে নেয়া যাক।
অল্প টাকায় তাক লাগানো স্পেসিফিকেশন দেয়ায় শাওমির জুড়ি নেই। পোকো এফ১ এন্ড্রয়েড স্মার্টফোন, যা তুলনামূলক কম দামেই ফ্ল্যাগশিপ ফোনের স্পেসিফিকেশন দিচ্ছে। সকল জল্পনা কল্পনা শেষ করে পোকো এফ১ মাত্র ২০ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ২৫ হাজার ২০০ টাকায় ।
এ মূল্যে শাওমি দিচ্ছে:
- স্ক্রিনঃ ৬.১৮ ইঞ্চি (২২৪৬ x ১০৮০পি, ৪০৩ পিপিআই, ১৮.৭:৯ অ্যাসপেক্ট র্যাশিও), আইপিএস এলসিডি, গরিলা গ্লাস (খুব সম্ভবত গরিলা গ্লাস ৩), নচ
- প্রসেসরঃ ২.৮ গিগাহার্টজ স্ন্যাপড্রাগন ৮৪৫ অক্টাকোর সিপিইউ, এড্রিনো ৬৩০ জিপিইউ
- র্যামঃ ৬জিবি/৮জিবি
- স্টোরেজঃ ৬৪জিবি বা ১২৮ জিবি (৬জিবি র্যাম) / ২৫৬জিবি (৮জিবি র্যাম), মাইক্রোএসডি স্লট আছে যা ২য় সিম কার্ড স্লট ব্যবহার করবে
- ক্যামেরাঃ পেছনে ১২ + ৫ মেগাপিক্সেল মিলিয়ে মোট দুটি ক্যামেরা, ডুয়াল এলইডি ফ্ল্যাশ। সামনে ২০ মেগাপিক্সেল ক্যামেরা
- ব্যাটারিঃ ৪০০০ এমএএইচ, কুইক চার্জ ৩.০
- ওএসঃ এন্ড্রয়েড ৮.১ ওরিও, এমআইইউআই ৯.৬ (পকো কাস্টমাইজড)
- সিমঃ ডুয়াল সিম, ফোরজি
- লক-আনলকঃ পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আইআর ফেইস আনলক
- অন্যান্যঃ ৩.৫ মিমি হেডফোন জ্যাক, লিকুইড কুলিং, এফএম রেডিও, ব্লুটুথ ৫, ইউএসবি সি
- ওজনঃ ১৮০ গ্রামের মত, পুরুত্ব ৮.৮ মিলিমিটার

ফোনটি যাতে টানা ব্যবহারেও গরম না হয় সেজন্য লিকুইড কুলিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
শাওমি পোকো এফ১ ফোনের মূল বিশেষত্ব হচ্ছে এর অসাধারণ স্পেসিফিকেশন এবং
স্পিড। ২৫ হাজার ২০০ টাকা দামের এই ফোনটি দিচ্ছে স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর যা স্যামসাং গ্যালাক্সি এস৯ ও ওয়ানপ্লাস ৬ এর মত ফ্ল্যাগশিপ ফোনে ব্যবহৃত হয়েছে।
শাওমি পোকো এফ১ এর ৬জিবি-৬৪জিবি ভ্যারিয়েন্টের দাম হবে ৩০০ ডলার বা ২১০০০ ভারতীয় রুপি, ৬জিবি-১২৮জিবি ভ্যারিয়েন্টের দাম ৩৪৩ ডলার বা ২৪০০০ ভারতীয় রুপি এবং ৮জিবি-২৫৬জিবি মডেলের দাম ৪১৪ ডলার বা ২৯০০০ ভারতীয় রুপি।
শাওমি ফোনটির জন্য এমআইইউআইর বিশেষ সংস্করণ তৈরি করেছে। এতে যুক্ত করা হয়েছে গেইমিং সহায়ক সব ফিচার এবং লঞ্চারে এসেছে অ্যাপ ড্রয়ার।
শাওমি পোকো এফ১ এর ৬জিবি-৬৪জিবি ভ্যারিয়েন্টের দাম হবে ৩০০ ডলার বা ২১০০০ ভারতীয় রুপি, ৬জিবি-১২৮জিবি ভ্যারিয়েন্টের দাম ৩৪৩ ডলার বা ২৪০০০ ভারতীয় রুপি এবং ৮জিবি-২৫৬জিবি মডেলের দাম ৪১৪ ডলার বা ২৯০০০ ভারতীয় রুপি।
শাওমি ফোনটির জন্য এমআইইউআইর বিশেষ সংস্করণ তৈরি করেছে। এতে যুক্ত করা হয়েছে গেইমিং সহায়ক সব ফিচার এবং লঞ্চারে এসেছে অ্যাপ ড্রয়ার।
ConversionConversion EmoticonEmoticon