শাওমি আনল কম দামের রেডমি ৬এ এবং রেডমি ৬ স্মার্টফোন


বন্দুরা সবাই কেমন আছেন আজকে আমরা কথা বলব XIAOMI REDMI 6A নিয়ে 
কী নিয়ে আসছে শাওমি রেডমি ৬এ এবং শাওমি রেডমি ৬ ফোনদুটি? চলুন জেনে নেয়া যাক।

শাওমি রেডমি ৬এ

  • এই ডিভাইসটিকেই ‘দেশের স্মার্টফোন’ নামে পরিচিত করছে শাওমি
  • ৫.৪৫ ইঞ্চি ১৮:৯ ডিসপ্লে (২৯৫ পিপিআই, ১৪৪০x৭২০পি রেস্যুলেশন)
  • ২.০ গিগাহার্টজ কোয়াড-কোর হেলিও এ২২ প্রসেসর
  • ২জিবি র‍্যাম, ১৬জিবি স্টোরেজ (২৫৬জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট)
  • ১৩ মেগাপিক্সেল মূল ক্যামেরা
  • ৫ মেগাপিক্সেল এআই সেলফি ক্যামেরা
  • ৩০০০ এমএএইচ ব্যাটারি
  • ডুয়াল সিম, ডুয়াল ৪জি
  • আলাদা মাইক্রোএসডি কার্ড স্লট
  • এআই ফেইস আনলক
  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই
 Image result for XIAOMI REDMI 6A 
 
  • ৫.৪৫ ইঞ্চি ১৮:৯ ডিসপ্লে (২৯৫ পিপিআই, ১৪৪০x৭২০পি রেস্যুলেশন)
  • ২.০ গিগাহার্টজ অক্টাকোর হেলিও পি২২ প্রসেসর
  • ৩/৪জিবি র‍্যাম, ৩২/৬৪জিবি স্টোরেজ (২৫৬জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট)
  • ১২+৫ মেগাপিক্সেল মূল ক্যামেরা
  • ৫ মেগাপিক্সেল এআই সেলফি ক্যামেরা
  • ৩০০০ এমএএইচ ব্যাটারি
  • ডুয়াল সিম, ডুয়াল ৪জি
  • আলাদা মাইক্রোএসডি কার্ড স্লট
  • এআই ফেইস আনলক
  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
  • কোথায় পাবেন XIAOMI REDMI 6A

    বাংলাদেশে এখন শাওমি অফিসিয়াল স্টোর এবং অনুমোদিত বিক্রয়কেন্দ্র ও ডিলারদের দোকান আছে। এই অফিসিয়াল পেইজ www.mi.com থেকে অনলাইন ও সরাসরি দোকানে গিয়ে শাওমি ডিভাইস কেনার জন্য দরকারী সব তথ্য জেনে নিতে পারেন।

 
বাংলাদেশের বাজারে শাওমি রেডমি ৬এ এবং রেডমি ৬ ফোনদুটি বিক্রি শুরু হবে ১৯ সেপ্টেম্বর ২০১৮ থেকে। নীল, সোনালি, ও কালো রঙে রেডমি ৬এ স্মার্টফোনটির দাম শুরু হবে ৯,৯৯৯ টাকা থেকে। একই রকম কালার ভ্যারিয়েশনে রেডমি ৬ এর দাম শুরু হবে ১২,৯৯৯ টাকায়। 
 
 
নিচে XIAOMI REDMI 6A কিছু ছবি দেয়া হল- 
Image result for XIAOMI REDMI 6A Image result for XIAOMI REDMI 6A
Image result for XIAOMI REDMI 6A review

ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng