প্রিয় স্মার্টফোনটি হারিয়ে গেলে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু হারানো ফোনটি ফিরে পাওয়া সম্ভাব! আর এ ক্ষেত্রে সহায়ক হতে পারে গুগল ম্যাপ।

অ্যান্ড্রয়েডে চালু হয়েছে ‘Find Your Phone’ অপশন। যদি আপনার হারিয়ে যাওয়া ফোন টি তে গুগল ম্যাপ সার্ভিস চালু করা থাকে তাহলে এই অপশনের মাধ্যমে ফোনটি কোথায় আছে তা ট্র্যাক করে যাবে। এই অপশন চালু থাকা অবস্থায় ফোনটি হারিয়ে গেলে অন্য ফোনের মাধ্যমে ডিভাইসটি খুঁজে পেতে সহায়তা নেওয়া যাবে।
এ কাজটি করতে আপনার একটি এন্ড্রয়েড ফোন হলেই হবে অথবা কম্পিউটার ল্যাপটপ দিয়েই কাজ করতে পারবেন । সেইসঙ্গে ইন্টারনেট সংযোগ।
আপনার হারিয়ে যাওয়া ফোনে অবশ্যই লোকেশন অন রাখতে হবে ।
ConversionConversion EmoticonEmoticon