![]() |
চার্জের সময় শাওমি’র হ্যান্ডসেট বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পেলেন গ্রাহক |
ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে ছিলেন এক xiaomi mi a1 হঠাৎ বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায় তার। ঘুম থেকে উঠে তিনি দেখেন হ্যান্ডসেটটি বিস্ফোরিত হয়েছে। সম্প্রতি ভারতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে ।
ওই গ্রাহকের দাবি, আট মাসের পুরোনো এই ফোন। প্রোটেকটিভ কেসের ভিতরে ফোনটি ব্যবহার করা হচ্ছিল। গত বছর লঞ্চ হয়েছিল ওই হ্যান্ডসেটটি। এই প্রথম ‘এমআই এওয়ান’ ফোনের ব্যাটারি বিস্ফোরণের খরব সামনে এলো।
জনপ্রিয় টেক ইউটিউবার লিনাস টেক টিপস এক ভিডিওতে জানিয়েছেন, এমআই এটু ফোনের একটি সফটওয়্যার সমস্যার জন্য অকারনে ব্যাটারি নষ্ট হচ্ছে। ফিঙ্গারপ্রিন্ট আনলকের সময় ফোনের স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট সর্বোচ্চ ক্লকস্পিডে কাজ করছে। এর ফলেই অকারণে খরচ হচ্ছে অনেকটা ব্যাটারি।
জনপ্রিয় টেক ইউটিউবার লিনাস টেক টিপস এক ভিডিওতে জানিয়েছেন, এমআই এটু ফোনের একটি সফটওয়্যার সমস্যার জন্য অকারনে ব্যাটারি নষ্ট হচ্ছে। ফিঙ্গারপ্রিন্ট আনলকের সময় ফোনের স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট সর্বোচ্চ ক্লকস্পিডে কাজ করছে। এর ফলেই অকারণে খরচ হচ্ছে অনেকটা ব্যাটারি।
ConversionConversion EmoticonEmoticon