ফেসবুকের ভুলে পাঠানো ম্যাসেজ ডিলিট করার পদ্ধতি

আসসালামুআলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন

Image result for fb wrong message

অনেক সময়ই আমাদের কারো না কারো কাছে ভুলে ম্যাসেজ চলে যায়। যা নিয়ে আমরা প্রতিনিয়ত বিব্রতবোধ করি। তবে আপনি ইচ্ছা করলেই ম্যাসেজটি ডিলেট করে দিতে পারবেন। তার জন্য উওরটি সহজেই জেনে নিন। ।
Image result for fb free logo

ম্যাসেঞ্জারে পাঠানো মেসেজ খুব সহজেই মুছে ফেলা বা ডিলিট করা যায়। 
এ জন্য  মেসেঞ্জারের চ্যাট স্ক্রিন চালু করতে হবে। এবার পোস্ট করা মেসেজ বা ছবির বাঁয়ে থাকা তিনটি ডট চিহ্নে ক্লিক করলেই ডিলিট অপশন পাওয়া যাবে। ডিলিট এ ক্লিক করলেই মুছে যাবে বার্তাটি।

আরো টিপস পেতে এইওয়েবসাইট সাবস্ক্রাইব করুন -
ধন্যবাদ 


দেখা হবে আবার নতুন পোস্ট এ  ততদিন ভালো থাকুন
Previous
Next Post »