ওয়ালটন প্রিমো এস৬ ডুয়াল-Primo S6 Dual স্মার্টফোনটির ফুল হ্যান্ডস অন রিভি ওয়ালটন বাংলাদেশের সুপরিচিত মোবাইল ফোন ব্র্যান্ড। তারা খুব জনপ্রিয়। সম্প্রতি ওয়ালটন বাংলাদেশে প্রিমো এস 6 অসীমতা প্রকাশ করেছে।
চলুন দেখা যাক কি আছে এই ফোনে-
প্রিমো এস৬ ডুয়াল’ এর মুল ফিচারসঃ
- ৪জি সাপোর্টেড স্মার্টফোন
- মেড ইন বাংলাদেশ
- ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ
- অ্যান্ড্রয়েড ৮.১.০ অরিও অপারেটিং সিস্টেম
- ১৩+২ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা , ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
- ৩৫০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি
ConversionConversion EmoticonEmoticon