দামি দামি বেশ কিছু ইলেকট্রনিক পণ্য বাজারে এনেছিল অ্যামাজন। কিন্তু সেগুলো আশানুরূপ সাফল্য পায়নি। এবার তাই তুলনামূলক কম দামি পণ্যের দিকে ঝুঁকছে তারা। এতই কম দামি যে, ছয় ইঞ্চি পর্দার ট্যাবলেট কিনতে লাগবে মাত্র ৫০ ডলার! বাংলাদেশি টাকায় যা প্রায় চার হাজার টাকার মতো। অর্থাৎ কম দামি স্মার্টফোনের দামেই পাওয়া যাবে ট্যাবলেট। বিখ্যাত অনলাইন কোম্পানি অ্যামাজন মাত্র ৫০ ডলার মূল্যের ট্যাবলেট বাজারে আনার ঘোষণা দিয়েছে। অ্যামাজন ফায়ার নামের এই ট্যাবগুলোর স্ক্রিন সাইজ হবে ৭ ইঞ্চি, যার রেজ্যুলেসশন ১০২৪ x ৬০০ পিক্সেল।
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, সস্তা ট্যাবের বাজারে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে চাইছে অ্যামাজন। তাই এত কম দামে ট্যাবলেট বাজারে ছাড়ার পরিকল্পনা করছে তারা।
অত্যন্ত সস্তা এই অ্যামাজন ফায়ার ট্যাবলেটে পাবেন :
১.৩ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর, ৮জিবি স্টোরেজ, ১২৮জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সাপোর্ট, ১জিবি র্যাম, ২ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ভিজিএ ফ্রন্ট ক্যামেরা, ওয়াইফাই প্রভৃতি। এছাড়া এক্সেস পাবেন অ্যামাজনের কাছে থাকা ৩৮ মিলিয়ন মুভি সংগ্রহে। আরও উপভোগ করতে পারবেন টিভি শো, গান, অ্যাপস, গেমস এবং ইবুক।
অ্যামাজন থেকে সস্তা এই ট্যাবলেটটি কিনতে চাইলে নিচের প্রিভিউ লিংকে ক্লিক করুন।
ConversionConversion EmoticonEmoticon